যশোর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে রুকন সম্মেলন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলারন উদ্যোগে জেলা কার্যালয়ে
রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলারন আয়োজনে এ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যেখানে থাকবে না অবিচার, দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করবে। তাই আসুন সকলে মিলে আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর -৩ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি আব্দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, অধ্যাপক আরিফুল ইসলাম কল্লোল এবং বায়তুলমাল সেক্রেটারি মাস্টার আব্দুর রহিম প্রমুখ।