বন্যায় ৩ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

দেশের কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে আজ (১০ জুলাই) অনুষ্ঠিতব্য কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্লাবিত শিক্ষাপ্রতিষ্ঠান ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিন বোর্ডের পরীক্ষাগুলো একই প্রশ্নপত্রে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকায়, আংশিক পরীক্ষা গ্রহণের সুযোগ নেই বলেই পুরো দেশের পরীক্ষাই স্থগিত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “দেশের একটি অংশে সমস্যা হলে সারা দেশেই পরীক্ষা স্থগিত করতে হয়।”

একইভাবে, কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও এইচএসসি (ভোকেশনাল ও বিএম) পরীক্ষা একযোগে নেওয়ার কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্নতা প্রভাব ফেলেছে সারা দেশের পরীক্ষায়।

তবে, আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

স্থগিত হওয়া ১০ জুলাইয়ের পরীক্ষার নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।