স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের নবম ব্যাচের ৪৫ জন ছাত্রী চিকিৎসক হিসেবে গৌরব অর্জন করেছেন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস চূড়ান্ত বৃত্তিমূলক (নভেম্বর ২০২৪) পরীক্ষায় অংশ নিয়ে তারা এই সাফল্য লাভ করেন।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২৪টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের পরীক্ষার ফলাফল বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন কৃতকার্য হয়েছেন। এ বছর পাশের হার ৮১.৮২ শতাংশ, যা ২৪টি মেডিকেল কলেজের মধ্যে এই বেসরকারি কলেজটিকে সপ্তম স্থানে positioning করেছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নয়জন ভারতের বিভিন্ন প্রদেশ – কাশ্মীর, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই থেকে আগত। কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতাই এই সাফল্যের মূল কারণ। এবারের ফলাফল দ্রুত প্রকাশ হওয়ায় শিক্ষার্থীরাও বিস্ময় প্রকাশ করেছেন।




