এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, এবছর যশোর বোর্ডে মোট ১ লাখ ২৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ১ লাখ ২ হাজার ৩১৯ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ জন এবং মেয়ে ৫৫ হাজার ৭৩২ জন।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ২০ হাজার ৭৬১ জন। সে তুলনায় এবারের ফলাফলে পাসের হার ১৯.৩১ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৫ হাজার ৩৫১ জন কমেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এবারের পাসের হার কমার পেছনে ‘জুলাই বিপ্লব আন্দোলন’-এর প্রভাবকে দায়ী করেছেন। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারেনি, যার ফলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষার্থীরা সবচেয়ে কম পাস করেছে ইংরেজি ও গণিত বিষয়ে।

এ বছর যশোর বোর্ডের অধীনে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, অন্যদিকে দুইটি প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগ এবারের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ এবার আর শতভাগ পাসের ‘আইওয়াশ’ নেই। যারা পাস করেছে, তারা প্রকৃত যোগ্যতায় পাস করেছে।” তিনি আরও জানান, বোর্ডের ফলাফল আরও উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলো অব্যাহত থাকবে।