এসএসসি ও সমমানের পরীক্ষা: পাসের হার ৬৮.৪৫, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

সারা দেশের মোট ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করায় শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এবারের ফল মূল্যায়ন করা হয়েছে বাস্তবভিত্তিক মূল্যায়ন নীতিমালার আলোকে।