র‌্যাংকিংয়ে এক ধাপ অবনতি বাংলাদেশের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ স্পোর্টস ডেস্ক

নয় মাস পর ফের পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল দল। ফিফার সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১৮৪ নম্বরে অবস্থান করছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

গত জুন মাসে বাংলাদেশ জাতীয় দল খেলেছিল দুটি ম্যাচ। ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দিলেও গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে বসে জামাল ভূঁইয়ারা। ওই ম্যাচেই জয় পেলে র‌্যাংকিংয়ে কিছুটা অগ্রগতি হতে পারত বাংলাদেশের।

বাংলাদেশের মতো অবস্থা হয়েছে ভারতেরও। তারা পিছিয়েছে ছয় ধাপ, এখন অবস্থান করছে ১৩৩ নম্বরে। অন্যদিকে, জুন মাসে ভারতকে ১-০ গোলে হারানো হংকং ছয় ধাপ এগিয়ে উঠে এসেছে ১৪৭ নম্বরে। সিঙ্গাপুরও দুই ধাপ এগিয়ে এখন ১৫৯ নম্বরে।

এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এরপর ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে কাবরেরার দল।

এদিকে, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এখনো দখলে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।