স্বাধীন কন্ঠ ডেস্ক
মিডফোর্ড, খুলনা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্র (মব)-এর দৌরাত্ম্য, ক্ষমতার প্রতি সীমাহীন লোভ এবং বিচারহীনতার সংস্কৃতিই এ ধরনের নৃশংসতার মূল কারণ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মব এর মতো ঘটনা প্রায়শই ঘটছে। যা সভ্য সমাজের জন্য লজ্জাজনক। একইসাথে, ক্ষমতার অপব্যবহার করে একটি গোষ্ঠী আইনের ঊর্ধ্বে উঠে একের পর এক অপরাধ করে যাচ্ছে। এসব ঘটনার পরে অনেক ক্ষেত্রেই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বা দ্রুত বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছে না। যা সমাজে বিচারহীনতার জন্ম দিচ্ছে এবং অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।
বক্তারা অবিলম্বে মিডফোর্ড, খুলনা, চাঁদপুরসহ দেশের প্রতিটি নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত এ সকল ঘটনার বিচার নিশ্চিত না হয় , তবে সাধারণ ছাত্র জনতা আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে।




