যশোর কমিউনিটির প্রতিবাদ সমাবেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
মিডফোর্ড, খুলনা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে যশোর শহরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। চারটি ভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
শনিবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক সংগঠন যশোর কমিউনিটি। এসময় বক্তব্য রাখেন যশোর কমিউনিটির সহ-সভাপতি পোদ্দার হাফিজ, সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, মেহেজাবিন জান্নাত অনন্য, রক্তিম হাসান, সজীব হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পর বাংলার ছাত্র সমাজ চেয়েছিল একটি সুন্দর, সুস্থ দেশ। কিন্তু আমরা দেখছি ক্রমাগত দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চাঁদার দাবিতে নিষ্ঠুরভাবে দেশের সাধারণ নাগরিকের জীবন কেড়ে নিচ্ছে সন্ত্রাসীরা। এদেশ ও দেশের আইন শাসন ব্যবস্থা নিশ্চুপ। আমরা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছি, কথা বলেছি, প্রতিবাদ করেছি। প্রয়োজনে আবার আমরা রাজপথে নেমে প্রতিবাদ করব। রাষ্ট্রকে অবশ্যই তার নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।