ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
মিডফোর্ড, খুলনা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে আজ যশোর শহরে ব্যাপক প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। চারটি ভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
রাজধানীতে পাথর মেরে মানুষ হত্যা ও সারাদেশে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখা। শনিবার বিকেলে মিছিলটি জেলা কার্যালয়, রাঙ্গামাটি গ্যারেজ মোড়, আর এন রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট মোড়ে এসে শেষ হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শুয়াইব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মিয়া মোঃ আব্দুল হালিম, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার, জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহাসিন শেখ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি মাওলানা খাইরুল বাশার, জয়েন্ট সেক্রেটারি ইমদাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ, দপ্তর সম্পাদক আবু রায়হান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের কোনো মানুষ নিরাপদ নয়। ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। মসজিদের ইমামও এদের হাতে নিরাপদ নয়। রাজনীতির নামে এক শ্রেণির সন্ত্রাসীরা মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলা করছে। প্রশাসন ভাইদের বলব, অপরাধী যে দলের হোক না কেন তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দেশের মানুষ শান্তি চায়।