যশোরে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা গ্রামের আবু সাঈদ (২৭) এবং মহিনুর রহমান (৩১)। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। ঢাকা থেকে যশোরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবু সাঈদ ও মহিনুর রহমানকে আটক করা হয়। পরে তাদের পকেট ও মানিব্যাগের ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৯৭০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা ঢাকা থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর-বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করা হয়েছিলো বলে তারা স্বীকার করেছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।