যশোরে আলোচিত তরিকুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে তরিকুল হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার করা হয়েছে। সাথে সাথে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। গত ১৫ ও ১৬ জুলাই যশোর জেলার কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এই সাফল্য অর্জন করে।

যশোরের অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সারুটিয়া কেশবপুরের মিন্টু গাজি(৩৬), নেহালপুর মণিরামপুরের হাসানুর রহমান(৪০), বুইকারা অভয়নগরেরর বিল্লাল খাঁ(৩৮), আবু হুরায়রা (২৫) ও মেহেদী হাসান হৃদয় (২৮)।

ডিবি পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের এসআই (নিঃ) দেবব্রত ঘোষের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামি মিন্টু গাজী একটি বিদেশি পিস্তল আসামি হাসানুর রহমানের কাছে রেখে যায়। এরপর তরিকুল হত্যার মূল পরিকল্পনাকারী এবং একজন স্থানীয় নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি বিল্লালের কাছে হস্তান্তর করে। বিল্লাল কিছুদিন আগে পিস্তলটি মেহেদী হাসানের কাছে দিয়েছিল।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মেহেদী হাসান হৃদয়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য এবং দেখানো মতে, মেহেদী হাসানের বসতবাড়ির শয়নকক্ষ থেকে তরিকুল হত্যায় ব্যবহৃত একটি সচল ৭.৬৫ বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা নং-১২ রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।