স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বাঘারপাড়া থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদ আলী ওরফে অলিদ হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে বাঘারপাড়া থানাধীন ৭নং দরাজহাট ইউনিয়নের বাবলাতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি যশোরের এসআই (নিঃ) কামাল হোসেন এবং এএসআই (নিঃ) মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালানোর সময় জিহাদকে হাতেনাতে ধরে ফেলে। জিহাদ বাঘারপাড়া থানাধীন বুধোপুর গড় গ্রামের রেজাউল মোল্যার ছেলে।
এ ঘটনায় এসআই (নিঃ) কামাল হোসেন বাদী হয়ে জিহাদ আলীসহ ঘটনাস্থল থেকে পলাতক আরও দুইজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




