সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
বৃহস্পতিবার দুপুরে যশোর চৌগাছা সড়কের বাগডাঙ্গা আমিনের ভাটার নিকট সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (৬৫), দাউদ হোসনের স্ত্রী শাহিনুর (৪০) ও কৈখালী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জয়নাল আবেদিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারা মহেশপুর থেকে ইজিবাইক যোগে বেলা আড়াই টার দিকে যশোর শহরে যাচ্ছিল। পথিমধ্যে যশোর চৌগাছা সড়কের বাগডাঙ্গা আমিনের ভাটার নিকট পৌছালে বিপরীতগামী মাটি কাটার টলির সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে ইজিবাইক চালকসহ তিন জন গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের টিম আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত সকলের অবস্থা আশঙ্কাজন। বর্তমানে তারা হাসপাতালের চিকিৎসাধীন আছেন।