হঠাৎ আগুন আতঙ্কে ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

হঠাৎ আগুন আতঙ্কে ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় বৈঠক থেকে বের হয়ে গেছেন রাজনীতিবিদরা।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ ঘটনা ঘটে।

বৈঠক চলাকালেই ফায়ার সতর্কতা সক্রিয় হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তখন রাজনীতিকরা হুড়োহুড়ি করে নিচে নেমে গিয়ে নিরাপদে অবস্থান নেন।

এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

ধারণা করা হচ্ছে, ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।