আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত প্রতিহত করবে শেষবাসী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্কযশোর,

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রেসিডিয়াম সদস্য মো: নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন, নতুন, শুদ্ধ বা রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নেই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, নৈরাজ্য এবং বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার ইতিহাস। দেশের জনগণ আওয়ামী লীগকে আর মেনে নেবে না, তাই নতুন করে তাদের ক্ষমতায় ফিরিয়ে আনার যেকোনো চক্রান্ত দেশবাসী প্রতিহত করবে।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে জাগপা দেশব্যাপী গণসংযোগ চালাচ্ছে। এর অংশ হিসেবে আজ ২৮ জুলাই, মাসব্যাপী কর্মসূচির ২৮তম দিনে যশোর শহরের দড়াটানা মোড়, গাড়িখানা, চিত্রার মোড়, বড়বাজার, প্রেসক্লাব, কোর্ট মোড় এলাকায় দলটি গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেছে।

জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান ঘোষণা করেছেন যে, আগামী ৬ আগস্ট খুনি হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

জাগপা নেতারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতের মদদে দেশে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে। গোপালগঞ্জসহ সারাদেশে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সংগঠিত হওয়ার চেষ্টা করছে। নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে। তারা পুনরায় জোর দিয়ে বলেন, নতুন রূপে পুরনো আওয়ামী লীগকে দেশবাসী মেনে নেবে না।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলার অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা শাখার সহ-সভাপতি সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, যশোর নগর শাখার প্রধান সমন্বয়ক মো: আলমগীর হোসেন এবং জেলা শাখার নেতা আব্দুর জব্বার, আব্দুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান ভান্ডারী, প্রতাপ বিশ্বাস, মঞ্জুর গাজী, মঞ্জুর রহমান, জহিরুল ইসলাম, রেজওয়ান বাবু, আনোয়ার শিকদার, আলামিন হোসেন, ফসিয়ার রহমান, নজরুল ইসলাম, সুরুজ খান, মো: জহির, বাবু বিশ্বাস প্রমুখ।