ছারছিনা পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সালাহ উদ্দিন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ছারছিনা পীরের সঙ্গে সাক্ষাৎ করতে তার দরবারে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে বনানীর পীরের দরবারে যাবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, হযরত শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করবেন সালাহ উদ্দিন আহমেদ।

বিএনপির সূত্র জানায়, চলমান সংস্কার কার্যক্রম, দেশে ইসলামী রাজনীতি, মাজারে হামলার বিষয়সহ নানা বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হতে পারে।

বিশেষত, জামায়াত, ইসলামী আন্দোলনসহ ইসলামী কয়েকটি দলের জোটকে সামনে রেখে বিএনপিও পাল্টা ইসলামী ঐক্য দেখার পক্ষে। এসব চিন্তাকে সামনে রেখে ছারছিনা পীরের সঙ্গে সাক্ষাৎ করছেন সালাহ উদ্দিন।