পুলিশের অভিযানে বরিশাল থেকে চুরি হওয়া ট্রাকসহ চারজন আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বরিশালের গৌরনদী উপজেলা থেকে চুরি হওয়া একটি মিনি ট্রাক যশোরে এনে বিক্রির সময় চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে চুরি যাওয়া ট্রাকটি জব্দ করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের হাফিজ বেপারী (৩২), একই উপজেলার পশ্চিম পূবালী গ্রামের সোহেল ঘরামী (২৩), সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২) এবং বরিশালের গৌরনদীর শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে সুশান্ত রায় (৩৫)। পলাতক আসামি হলেন মেদাকুল গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে মাসুদ (৩২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুড়লি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহজনক ট্রাক চিহ্নিত করে অভিযান চালানো হয়। প্রথমে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করে।

তদন্তে জানা যায়, গত ২ আগস্ট রাত ১টার দিকে বরিশালের গৌরনদীর মেদাকুল গ্রামের বলরাম পোর্দারের বাড়ি থেকে মিনি ট্রাকটি চুরি করা হয়। চুরির নেতৃত্বে ছিলেন পলাতক মাসুদ। আটক তিনজন ট্রাকটি যশোরে নিয়ে আসে এবং মাসুদ তা বিক্রির চেষ্টা করেন। বিক্রি করতে ব্যর্থ হয়ে তিনি সুশান্তকে ডেকে আনেন, যাকে পরে আটক করা হয়।

চারজন আসামিই জবানবন্দিতে ট্রাক চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হাফিজ বেপারী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।