যশোরে মোজো সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে (মোবাইল জার্নালিজম) মোজো সাংবাদিকতার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে জেলা জামায়াত কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার। হাতের স্মার্টফোন ব্যবহার করে অতি সহজেই ভিডিও কনটেন্ট এবং সংবাদ তৈরি ও পরিবেশন করা যায়। যে যত সুন্দর ভাবে তার কনটেন্ট তৈরি করতে পারবে তা বেশি মানুষের কাছে পৌঁছবে। মোবাইল জার্নালিজমের মাধ্যমে অতি দ্রুত সংবাদ মানুষের কাছে পরিবেশন করা যাচ্ছে। এজন্য দেশের বর্তমান সংবাদমাধ্যমগুলো এই পদ্ধতি অনুসরণ করছে। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের কর্মীদের স্মার্টফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় দলীয় সংবাদ বেশি বেশি পরিবেশন এর আহ্বান জানান তিনি।

সভাপতিত্ব করেন জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক মাস্টার নুর ই আলা নূর মামুন। সঞ্চালনা করেন প্রচার বিভাগের নেতা আলমগীর হোসাইন। প্রশিক্ষণ প্রদান করেন সাংবাদিক তরিকুল ইসলাম তারেক এবং চ্যানেল আইয়ের সাবেক ভিডিও এডিটর মোঃ মাহাতাব হাওলাদার। জেলার বিভিন্ন উপজেলার ৩৫ জন কর্মী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।