যশোরের বর্ষীয়ান সাংবাদিক ফকির শওকত গুরুতর অসুস্থ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক প্রভাত ফেরী পত্রিকার প্রকাশক-সম্পাদক, সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বর্ষীয়ান নেতা ফকির শওকত গুরুতর অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপশহরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় শরীর থেকে ঘাম ঝরতে থাকে এবং প্রায় অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।
এর আগে কয়েকদিন আগেও তিনি একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
রোববার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আপাতত সংকট কাটলেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে, তবে এখন তাকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে।
ফকির শওকত প্রেসক্লাব যশোরের সভাপতি হওয়ার আগে সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন। পরে রাজনৈতিক কারণে বিভক্তির পর তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার ভিত্তিতে সাংবাদিক ইউনিয়ন যশোর প্রতিষ্ঠিত হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য গুণী সাংবাদিক তৈরি করেছেন। যশোরের সাংবাদিকদের কাছে তিনি ‘দাদা ভাই’ হিসেবে পরিচিত। রুটি-রুজির আন্দোলনসহ নানা ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি দৈনিক স্ফুলিঙ্গ এ কর্মরত অবস্থায় শ্রমিক আন্দোলনকে গতিশীল করেন। পরবর্তীতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মালিকানাধীন দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন। পত্রিকাটির প্রসারে তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ চষে বেড়িয়েছেন। এরপর যোগ দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর যশোর প্রতিনিধি হিসেবে। বর্তমানে তিনি দৈনিক প্রভাত ফেরীর প্রকাশক ও সম্পাদক।
ফকির শওকতের অসুস্থতার খবর শুনে সহকর্মী, বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন।