যশোরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক দুই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর শহরের চাঁচড়ায় কাভার্ড থামিয়ে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। তারা বেনাপোল থেকে যশোরে আসছিলেন।

আটককৃতরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া এলাকায় অবস্থান নেয় যশোর ডিবির একদল চৌকষ ফোর্স।

বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানটি (রেজি. নং—ট-১-২১৭৭) চাঁচড়ায় পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।