যশোরে রিকশার চাকায় বোরকা পেঁচিয়ে গুরুতর আহত এক নারী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের কোতোয়ালি থানাধীন ঘোপ নোয়াপাড়া রোডে রিকশার চাকায় বোরকা পেঁচিয়ে আসমা বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত আসমা বেগম যশোর শহরের নিউমার্কেট ডি-ব্লকের বাসিন্দা শফিক মোল্লার স্ত্রী।

বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, আসমা বেগম রিকশায় করে শহর থেকে নিজ বাসায় ফিরছিলেন। ঘোপ নোয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ তার পরনের বোরকা রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই তার সঙ্গে থাকা জামাই তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সুত্রে জানা গেছে আসমা বেগমের অবস্থা আশঙ্কাজনক।