স্বাধীন কন্ঠ ডেস্ক
জেলার গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের একটি দল অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ বিন জিহাদ (২২)। তিনি সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট কেশবপুর উপজেলার ওয়ালটন প্লাজার সেলস অফিসার মোঃ ফারুক হোসেন তার মোটরসাইকেল (যশোর হ-১৯-৪০২৪) নিয়ে বাশবাড়িয়া গ্রামে যান। দুপুর দেড়টার দিকে তিনি বাশবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদের পাশে মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন তার প্রায় ১,২৫,০০০ টাকা মূল্যের ডিসকভার ১১০ সিসি কালো রঙের মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
এ ঘটনায় ফারুক হোসেন কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন যশোরের পুলিশ সুপার জনাব রওনক জাহান। তিনি মোটরসাইকেলটি উদ্ধারের জন্য ডিবি, যশোরকে নির্দেশ দেন।
ডিবি যশোরের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অলক কুমার দে, এএসআই মোঃ শামসুজ্জামান, এএসআই শেখ কামরুল আলমসহ একটি চৌকস দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে। একপর্যায়ে গত ২৮ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটে যশোর শহরের মুড়লী মোড় এলাকা থেকে আব্দুল্লাহ বিন জিহাদকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ চুরি করা মোটরসাইকেলটি তার হেফাজতে আছে বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুড়লী মোড়স্থ মেসার্স আল হেলাল মোটর’স এর সামনে থেকে ফারুক হোসেনের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ বিন জিহাদকে ২৯ আগস্ট আদালতে সোপর্দ করা হয়েছে।



