স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকা থেকে ৮৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ টাকা।
র্যাব জানায়, তাদের গোয়েন্দা শাখা বেশ কিছুদিন ধরেই মাদক চোরাকারবারীদের ওপর নজর রাখছিল। তারা জানতে পারে, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজার বড় চালান দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল অভিযান শুরু করে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে র্যাব গোপন সূত্রে খবর পায় যে, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্ব পাড়া) এলাকার লাল্টু নামে এক ব্যক্তির বাড়িতে গাঁজা বেচাকেনা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় লাল্টুর নির্মাণাধীন বাড়ির সিঁড়ির নিচ থেকে চারটি বস্তায় রাখা ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা গেলেও তার নাম প্রকাশ করা হয়নি।
উদ্ধারকৃত গাঁজা এবং গ্রেফতারকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ কর্তৃপক্ষ জানায়, মাদক চোরাচালান প্রতিরোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




