যশোরে মুক্তেশ্বরী নদীতে অবৈধ জাল উচ্ছেদ অভিযান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জেলার সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা, কামালপুর ও তোলা গোলদারপাড়া এলাকায় মুক্তেশ্বরী নদীতে আজ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ১১টি অবৈধ ভেসাল জাল, পাটা ও বাঁধ উচ্ছেদ করা হয়। এছাড়াও ১০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

আজ (২৮ আগস্ট) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ। এ সময় বিল হরিণা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এবং মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে, মুক্তেশ্বরী নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন নির্বিঘ্ন করার জন্য এই অভিযান চালানো হয়েছে। অবৈধ জাল ও বাঁধের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং মাছের প্রজননে সমস্যা তৈরি হচ্ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।