স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনিরামপুর শাখার সম্মেলন শুক্রবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইকে জোরদার করার আহ্বান জানিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়।
পার্টির নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন মহিবুল্লাহ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক মাহবুবুর রহমান মজনু, জেলা কমিটির সদস্য সুশীল দাস, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী আবু হাসান, অভিমনু মন্ডল এবং মনোরঞ্জন বিশ্বাস।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশবাসীকে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প নেই।
সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মনোরঞ্জন বিশ্বাস মনিরামপুর শাখার সম্পাদক এবং অভিমনু মন্ডল মহিষহাটি শাখার সম্পাদক নির্বাচিত হন।




