যশোরে ‘জুলাই বিপ্লবের’ প্রথম বার্ষিকী উদযাপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ‘জুলাই বিপ্লবের’ প্রথম বার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা, কবিতা সংকলনের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। এ সময় জেলার স্বনামধন্য কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের উপ-সহকারী কলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, যশোর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা খন্দকার রাশিদুজ্জামান রতন, জি এম আবু ফয়সাল, কবি সাহিত্যিক কাসেদুজ্জামান সেলিম, সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আবুল হাসিম রেজা, শিশু সাহিত্যিক জোবায়ের হুসাইন এবং উপদেষ্টা গাউসুল আজম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যশোর সাংস্কৃতিক সংসদের সভাপতি তরিকুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, জুলাই একটি আন্দোলনের নাম, একটি প্রতিবাদের নাম। এই আন্দোলন স্বৈরাচারমুক্ত একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছিল। দীর্ঘ বছর পর মানুষ আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। এই বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে হলে দেশের সংস্কৃতি এবং সাহিত্যের চর্চা অব্যাহত রাখতে হবে। দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এবং পশ্চিমাদের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে আমাদের দেশের নিজস্ব সংস্কৃতিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। সুস্থ সংস্কৃতির চর্চা একটি জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করে। তারা তরুণ প্রজন্মকে বিদেশী সংস্কৃতির অনুকরণ বাদ দিয়ে দেশের কৃষ্টি ও ঐতিহ্যকে বুকে ধারণ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের এই আন্দোলন আমাদের শিখিয়েছে কীভাবে শোষণ, বঞ্চনা ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। এই চেতনার স্ফুলিঙ্গকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এই পথ ধরেই একটি সমৃদ্ধ এবং বৈষম্যহীন দেশ গড়া সম্ভব।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনা সভা শেষে কবিতা সংকলন ‘লাল জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে নতুন ও পুরাতন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। এই সংকলনটি জুলাই বিপ্লবের ইতিহাসকে সবার কাছে তুলে ধরবে বলে আশা করছেন আয়োজকরা।