যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া ও মাদক বিক্রেতা আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

​স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর রেললাইন এলাকায় যৌথ বাহিনীর এক অভিযানে চিহ্নিত মাদক বিক্রেতা মো. শাহিন (২৫) আটক হয়েছেন। এ সময় তার কাছ থেকে ২৪ পুরিয়া মাদক এবং অনলাইন জুয়া ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ হিসেবে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​যশোর কোতোয়ালি থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে যশোর রেললাইন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে চাচড়া রাইপাড়া গ্রামের মোঃ কিসলু কাজীর ছেলে শাহিনকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে ২৪ পুরিয়া মাদক উদ্ধার করা হয়।

​পরবর্তীতে, তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন) যাচাই করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত।

​আনুমানিক রাত ৯টার দিকে আটক মোঃ শাহিন এবং উদ্ধারকৃত আলামত যশোর সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।