স্বাধীন কন্ঠ ডেস্ক
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ভেজাল ইঞ্জিন অয়েল বিক্রির দায়ে যশোরের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার হাদিপুর নুড়িতলা এলাকায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স ইনো লুব্রিকেন্ট নামের একটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ‘আরব লুভ’ ও ‘ইনো ইঞ্জিন অয়েল’ বিক্রির উদ্দেশ্যে মজুদ অবস্থায় পাওয়া যায়। এসব পণ্যের কোনোটিরই বিএসটিআইয়ের অনুমোদন ছিল না।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধি, ক্যাব সদস্য এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।#




