সম্পর্কে জড়াতে ভক্তের বার্তা, থানার নম্বর দিলেন পিয়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেস্ক

শোবিজ অঙ্গনের তারকাদের অসংখ্য ভক্ত-অনুরাগী থাকে। তাদের মধ্যে মধ্যে কেউ কেউ অতিরঞ্জিত ঘটনা ঘটে ফেলেন। সম্প্রতি অভিনেত্রী পিয়া জান্নাতুল এমন এক ঘটনা ফেসবুকে শেয়ার করেছেন।

পিয়ার ইনবক্সে একজন ভক্ত প্রেম নিবেদন করেছেন। ফোন নম্বরও চাইছেন! মেসেজে তিনি লিখেছেন, “আমি কোনো বেঈমান বা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত, প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।

তিনি আরও লিখেছেন, ‘আমি চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। দয়া করে ফোন নাম্বার দিন-প্লিজ।”

এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো রিপ্লাই করেননি। শুধু শেষের মেসেজটার পর তিনি একটি নম্বর প্রদান করেন সেই ব্যক্তিকে। যা ছিল গুলশান থানার নম্বর।

পিয়ার এই চতুর প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাসি, অবাক হওয়া আর ব্যঙ্গ-সবই একসঙ্গে মিলেছে এই পোস্টে।

বুধবার ফেসবুক আইডি থেকে সেই মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন পিয়া। কেউ মন্তব্য করেছেন, ‘কী একটা অবস্থা!’, কারো মন্তব্য, ‘সোজা শ্বশুরবাড়ির ঠিকানা।’

আবার কেউ বা লিখেছেন, ‘সে বলল, পৃথিবীর কেউ জানবে না আর আপনি সবাইকে জানিয়ে দিলেন।’ এমন বিভিন্ন রকম কমেন্ট দেখা গেছে অভিনেত্রীর পোস্টে।