যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামানকে নড়াইল জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এই আদেশটি জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ আছাদুজ্জামানকে (১৫৬৩৫) যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে বদলি করে নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর্মকর্তাকে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায়, ওই কর্মকর্তা ৬ সেপ্টেম্বর অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।