স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে সাপের দংশনে মোছাঃ তামান্না (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে যশোর সদর উপজেলার ডাঙ্গাবয়রা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তামান্না তাঁর স্বামী জুয়েল রানার সঙ্গে ডাঙ্গাবয়রা গ্রামের নিজ বাড়িতে থাকতেন। শনিবার ভোররাতে তিনি মেঝেতে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তাঁর বাঁ হাতের তর্জনী আঙুলে কামড় দেয়।
সাপের কামড়ে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যশোর কোতয়ালি থানা পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।




