অবিলম্বে যশোরে হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু হচ্ছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে অতি দ্রুত সময়ের মধ্যে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বর্তমানে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এই ফাউন্ডেশন চালু হলে যশোরসহ পার্শ্ববর্তী ছয়টি জেলার মানুষ সহজেই হৃদরোগের উন্নত চিকিৎসা সেবা পাবেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপনকল্প’ বিষয়ক এক মতবিনিময় সভায় বিভিন্ন অংশীজনরা এসব কথা বলেন।

তারা জানান, হৃদরোগের চিকিৎসার জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিং পরানোর মতো জরুরি চিকিৎসা মাত্র ৯০ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয়। কিন্তু যশোর এবং এর আশেপাশের জেলাগুলোতে হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য খুলনা ছাড়া আর কোনো হাসপাতাল নেই। যশোর থেকে খুলনা যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে, যার ফলে অনেক রোগী পথেই মারা যান। যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপিত হলে এই অঞ্চলের প্রায় ছয়টি জেলার মানুষের চিকিৎসা সহজ হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হচ্ছে। বন্দোবস্ত সম্পন্ন হলেই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে। তখন হৃদরোগের চিকিৎসার জন্য আর খুলনা বা ঢাকা যেতে হবে না, যার ফলে সাধারণ মানুষের কষ্ট অনেকাংশে কমে যাবে।

যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন, যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান, রেলওয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক শামসুজ্জামান, যশোর সদর হাসপাতালের সুপার সাফায়েত হোসেন, ডেপুটি সিভিল সার্জন নাজমুল সাদিক এবং আরও অনেকে।