যশোরে পল্লী বিদ্যুতের কর্মীদের বিক্ষোভ ও গণছুটি, ভোগান্তির আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

চার দফা দাবিতে বিক্ষোভের পর অনির্দিষ্টকালের জন্য গণছুটির দরখাস্ত জমা দিয়েছেন যশোরের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার  সকাল ১১টায় তারা এই ছুটির আবেদন জমা দেন। এতে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

আন্দোলনরত কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের মূল দাবিগুলো হলো, পল্লী বিদ্যুৎ সমিতির সামগ্রিক সংস্কার। দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ। চাকরির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণ। আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক বদলি, বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো শাস্তিমূলক পদক্ষেপ বন্ধ করা।

কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, তাদের দাবি পূরণের জন্য সরকার একাধিকবার আশ্বাস দিলেও বিদ্যুৎ মন্ত্রণালয় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং আন্দোলন দমনে উল্টো তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এর প্রতিবাদে তারা কর্মক্ষেত্রে এসে বিক্ষোভ ও মিছিল করেন এবং পরে অনির্দিষ্টকালের জন্য গণছুটির আবেদন জমা দেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই গণছুটি কর্মসূচি চলবে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হতে পারে, যা সাধারণ গ্রাহকদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।