স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও লেখক বদরুদ্দীন উমর ৯৩ বছর বয়সে আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশের বাম রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (উমর)-এর নেতা ছিলেন এবং সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল কিংবদন্তীতুল্য।
বদরুদ্দীন উমরের জন্ম ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বর্ধমানে। তার পিতা ছিলেন অবিভক্ত বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ আবুল হাশিম। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে তিনি মার্কসবাদী তাত্ত্বিক, অধ্যাপক ও ইতিহাসবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর লেখা অসংখ্য গ্রন্থ বাংলাদেশের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে নয়াগণতান্ত্রিক গণমোর্চা, যশোর জেলা শাখার কমরেড খবির শিকদার এক শোকবার্তায় বলেন, “বদরুদ্দীন উমরের মৃত্যুতে বাম রাজনৈতিক মহলে অপূরণীয় ক্ষতি হয়েছে।” তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, “বিপ্লবীর মৃত্যু নেই।” তিনি এই কিংবদন্তি বামপন্থী নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও লাল সালাম জানান।
উল্লেখ্য, বদরুদ্দীন উমর ২০২৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত হলেও তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন।




