যশোরের শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওলিয়ার রহমানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সালিশ মীমাংসার নামে এক নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা এবং ভিডব্লিউবি (VWB) কার্ড পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

পাড়ের কায়বা গ্রামের এক নারী, যার ছদ্মনাম তাসলিমা খাতুন, অভিযোগ করেন যে কিছু ব্যক্তি তাকে জিম্মি করে সাড়ে তিন লাখ টাকার একটি চেক জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। তিনি ওলিয়ার রহমানকে বিষয়টি জানালে, তিনি তাকে শার্শা থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পুলিশ চেকটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর, ওলিয়ার রহমান ওই নারীকে জানান যে চেকটি ফেরত আনতে ৫০ হাজার টাকা লাগবে। ভুক্তভোগী নারীর দাবি, তিনি ওলিয়ার রহমানকে সেই টাকা দিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন নারীদের জন্য ভিডব্লিউবি কার্ড দেওয়ার ঘোষণা করা হয়। এই সুযোগ কাজে লাগিয়ে ওলিয়ার রহমান কার্ড পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা করে নেন। অভিযোগকারীদের দাবি, তাদের কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং গণমাধ্যম কর্মীদের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওলিয়ার রহমান ৫০ হাজার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, পুলিশের সঙ্গে কিছু টাকার লেনদেন হতে পারে। অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন যে বিষয়টি তার জানা নেই। তিনি আশ্বাস দেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দলের পক্ষ থেকে নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।