ঝিনাইদহ ৪ আসনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। তারই অংশ হিসেবে আজ রবিবার কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও এই আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী মিসেস মুর্শিদা জামান বেল্টু। তার নেতৃত্বেই এই কার্যক্রমের সূচনা হয়।

​সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আশরাফুজ্জামান স্বপন, রেজাউল ইসলাম নুনু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা আশরাফুল ইসলাম মিঠু এবং কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকোসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হবে এবং আগামীতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই আসনের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করবে।