স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে যশোর সরকারি সিটি কলেজের ছয়জন মেধাবী শিক্ষার্থীর মাঝে। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই চেক তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি আবেদন যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর অলোক বসু।
অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়ার সময় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য উৎসাহিত করেন।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আর্থিক সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে।




