যশোরের মনিরামপুরে পাঁচ হাজার টাকা চাঁদা না পেয়ে ভ্যানচালক মিন্টু হোসেনকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সাব্বির রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অরূপ ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সাব্বির উপজেলার হাকোবা গ্রামের সাদেক আলীর ছেলে।




