স্বাধীন কন্ঠ ডেস্ক
নেপালে চলমান ছাত্র-জনতার আন্দোলনের কারণে দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। এছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস দুটি হটলাইন চালু করেছে। নম্বর দুটি হলো: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।
কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সব বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সাথে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দুটি নম্বরে +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ (সাদেক) ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ (সারদা) কল করার জন্য বলা হয়েছে।
তরুণদের ডাকা আন্দোলনের চাপে সর্বশেষ মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী যাতে পালিয়ে দেশ ছেড়ে যেতে না পারেন এজন্য বিমানবন্দর ও হেলিপ্যাডগুলোতে তরুণরা অবস্থান নিয়েছেন।
নেপালে সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে আহ্বান করা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। ফেসবুক, এক্স (সাবেক টুইটার) বা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ ঘোষণা করে সরকার যে পদক্ষেপ নিয়েছিল, তার বিরুদ্ধে ‘জেনারেশন জেড’ বা জেন জি-র ডাকে এদিন সোমবার কাঠমান্ডুতে দেশের পার্লামেন্টের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ পার্লামেন্টের সামনে জড়ো হলে পরিস্থিতি একটা পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।




