স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামে পুকুরে ডুবে শাকিল হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। শিশু শাকিল আরবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাকিল তার প্রতিবেশি জিহাদের পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।




