কৃষি ব্যাংকের লক্ষণপুর বাজার শাখায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশ কৃষি ব্যাংক, যশোর অঞ্চলের লক্ষণপুর বাজার শাখার কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে অবস্থিত নতুন এই শাখার শুভ উদ্বোধন করা হয়।
একই সাথে, ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ব্যাংকের গ্রাহক সেবা ও আর্থিক স্বাক্ষরতা বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ে।
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (জিএম)  আবু হাশেম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার উদ্বোধন করেন। এরপর তিনি নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের আলোচনা সভায়ও প্রধান অতিথির আসন গ্রহণ করেন।
লক্ষণপুর বাজার শাখার ব্যবস্থাপক পলাশ কুমার ঘোষের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) এনায়েত করিম, যশোরের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা  এস.এম. শামীম রেজা, আঞ্চলিক কার্যালয়ের এজিএম  আল মামুন-অর-রশিদ, শার্শা শাখার ম্যানেজার আমিনুল ইসলাম এবং সাড়াতলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম।
আলোচনা সভায় প্রধান অতিথি আবু হাশেম মিয়া কৃষি ব্যাংকের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং আর্থিক স্বাক্ষরতা কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন এবং গ্রাহকদের বিভিন্ন সুবিধা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
বিশেষ অতিথি এনায়েত করিম myBKB App চালু এবং অনলাইন ব্যাংকিং লেনদেনে সতর্কতা অবলম্বনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। লক্ষণপুর বাজার শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক কার্যালয়, যশোর এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ বনী আমীন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিজামপুর স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।