যশোরে সমকাল-বিএফএফ বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
দৈনিক সমকাল এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) উদ্যোগে আয়োজিত ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের যশোর পর্বে চ্যাম্পিয়ন হয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী দলের দলনেতা ইফফাত জামান রায়া সেরা বিতার্কিক নির্বাচিত হন।

বৃহস্পতিবার যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।

চ্যাম্পিয়ন দলের অন্য দুই বিতার্কিক হলেন র‌্যাইয়ান তাসনিম অপ্সরা ও অয়ন্তিকা দে দেবলীনা। রানারআপ দল, যশোর কালেক্টরেট স্কুলের বিতার্কিকরা হলেন সিনথিয়া জামান ফাল্গুনি (দলনেতা), লুবাবা বিনতে জাহেদী ও রায়েকা জান্নাত রিতি।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর। এ সময় আরও বক্তব্য রাখেন সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুকান্ত দাস, বায়েজিদ মাহমুদ অভি এবং অন্যান্য বিচারকবৃন্দ।

প্রতিযোগিতায় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও যশোর কালেক্টরেট স্কুল ছাড়াও যশোর জিলা স্কুল, এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া বালিকা বিদ্যালয়, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, শাহিন স্কুল অ্যান্ড কলেজ এবং যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।

দিনব্যাপী চলা এই উৎসবের বিভিন্ন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সায়েদা বানু শিল্পী, সাইফুল আলম সজল, হাবিবুর রহমান মিলন, আলমগীর কবীর, তাসনিমুল আলম, অপি, বায়েজিদ মাহমুদ অভি ও সুকান্ত দাস।