স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে ৫ দফা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যশোরে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শহর জামায়াতের উদ্যোগে দড়াটানা মোড় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহর আমির অধ্যাপক শামসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ গোলাম রসূল।
অধ্যক্ষ গোলাম রসূল বলেন, “দেশ বর্তমানে একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা দেশত্যাগ করেন, যার ফলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়।”
তিনি আরও বলেন যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের সব বিভাগের সংস্কার।
বক্তারা জানান, সংবিধানের ত্রুটি, কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন এবং দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার গণহত্যা, দুর্নীতি এবং স্বৈরাচারী শাসন ফিরিয়ে আনার সব পথ বন্ধ করার প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করে। বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয় এবং জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৮৪টি প্রস্তাব গৃহীত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর সেক্রেটারি ইমরান হোসাইন, পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল এবং গাউসুল আজম।




