স্বাধীন কন্ঠ ডেস্ক
বিশ্ব হৃদয় দিবস-২০২৫ উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে “Overview of Coronary Care Unit & Sudden Cardiac Death” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালের কনফারেন্স রুমের দ্বিতীয় তলায় এই সেমিনার আয়োজিত হয়।
অনুষ্ঠানে করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম, হৃদরোগ প্রতিরোধ এবং আকস্মিক হৃদমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. খন্দকার রফিকুজ্জামান এবং যশোর হৃদরোগ ফাউন্ডেশনের সভাপতি ও বিএডিএস-এর কার্ডিয়াক প্রকল্পের উপদেষ্টা প্রফেসর ডা. এম. এ. রশীদ।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. হুসাইন শফায়েত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ.এইচ.এম. আহসান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. এমদাদুল হক মাসুদ রানা এবং যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন)।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকার সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. মোহাম্মদ বাদিউজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহফুজ রাব্বানী এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যশোর হৃদরোগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। সেমিনারটি সঞ্চালনা করেন ডা. মো. ফজলুল হক খালিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. মো. শরিফুল আলম খান, ডা. এস. এম. নাজমুল হক, ডা. মো. বাহিদুজ্জামান আজাদ, ডা. মো. আহাসান কবির বাপ্পী সহ আরো অনেক চিকিৎসকবৃন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন এ/সি ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর রিজিওনাল মার্কেটিং ম্যানেজার এমডি. রাতন মোল্লা।




