কুরআন অবমাননা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে যশোরে ইমাম পরিষদের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
নর্থ সাউথ ইউনিভার্সিটির উগ্রবাদী হিন্দু শিক্ষার্থীর কুরআন অবমাননা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ী সন্ত্রাসীদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ​জেলা ইমাম পরিষদের উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা কুরআন অবমাননাকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। তারা বলেন, উগ্র হিন্দুত্ববাদের এই জঘন্য কাজ নতুন নয় এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে বারংবার এমন ঘটনা ঘটছে।

বক্তারা আরও বলেন, “পবিত্র কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, যেকোনো মূল্যে কুরআনের মর্যাদা রক্ষা করতে আমরা প্রস্তুত।” এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উক্ত শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। অন্যথায়, জেলা ইমাম পরিষদ যশোর কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

​বক্তারা উল্লেখ করেন, একটি কুচক্রী মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে, যা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

​সমাবেশ থেকে তৌহিদী জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়। বক্তারা বলেন, আইন উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সমন্বয়ে বিশ্বের বহু মুসলিম দেশে প্রচলিত ‘ব্লাসফেমী আইন’ পাশ করে তা কার্যকর করতে হবে, যাতে বাংলাদেশে পবিত্র কুরআন ও রাসূল (স.) অবমাননার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী-এর সভাপতিত্বে ​সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা ইমাম পরিষদের সহ সভাপতি মুফতি মুজিবুর রহমান, সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন, মুফতি কামরুল আনওয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি মাহমুদুল হাসান প্রমুখ।

​সমাবেশ শেষে জেলা ইমাম পরিষদের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।