দ্রব্যমূল্য বৃদ্ধি ও শ্রমিক হত্যার প্রতিবাদে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
দ্রব্যমূল্য বৃদ্ধি ও শ্রমিক হত্যার প্রতিবাদে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি দলীয় অফিস চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি, সার উৎপাদনের গ্যাসের মূল্য বৃদ্ধি, লাভজনক চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার অপচেষ্টা, শিক্ষকদের উপর পুলিশি হামলা, শিক্ষকদের দাবি মেনে নেওয়া এবং বারবার অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার বিচারের দাবি করা হয়।

জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নাজিম উদ্দিন, জেলা ও কেন্দ্রীয় নেতা কমরেড সখিনা বেগম দিপ্তি, জেলা নেতা কমরেড পলাশ বিশ্বাস, পার্টির শহর কমিটির নেতা কমরেড দয়ানন্দ হালদার, কৃষক নেতা সাহবুদ্দিন বাটুল এবং যুব নেতা রায়হান বিশ্বাস প্রমুখ।

বক্তারা অবিলম্বে ভোজ্য তেল ও সারের জন্য ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার অপতৎপরতা বন্ধ, শিক্ষকদের উপর হামলাকারীদের শাস্তি এবং শিক্ষকদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান। একইসাথে, বারবার অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, এসব জনস্বার্থ-বিরোধী নীতি ও ঘটনার প্রতিবাদে তাঁদের আন্দোলন আরও জোরালো হবে।