স্বাধীন কন্ঠ ডেস্ক
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী ১০টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা আয়োজনের পর চূড়ান্ত বিজয়ীদের মাঝে মহামূল্যবান বই ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক, মোঃ আজাহারুল ইসলাম।
আজ সোমবার দুপুরে গ্রন্থাগারের পাঠকক্ষে এই জমকালো অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের একটি দল মাসব্যাপী যশোরের ১০টি স্কুলে গিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুল থেকে ৩ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। প্রাথমিক (ক গ্রুপ) ও মাধ্যমিক (খ গ্রুপ) দুই গ্রুপে বিভক্ত এই প্রতিযোগিতাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম কলেজ যশোরের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান কবির। তিনি শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব ও জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে উৎসাহিত করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। গ্রন্থাগারগুলো কেবল বইয়ের ভান্ডার নয়, এগুলো জ্ঞানচর্চার তীর্থস্থান। আজকের এই বিজয়ী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়বে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোরের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ তাজমুল ইসলাম। তিনি গ্রন্থাগারের কার্যক্রমকে আরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিযোগিতার শেষে চূড়ান্তভাবে ৬ জন বিজয়ী নির্বাচিত হন এবং তাদের হাতে পুরস্কার হিসেবে মূল্যবান বই ও সনদ তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে (প্রাথমিক):
- প্রথম স্থান: সোহানা খান, পঞ্চম শ্রেণী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, যশোর
- দ্বিতীয় স্থান: আঈয়ান শাহীন, পঞ্চম শ্রেণী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, যশোর
- তৃতীয় স্থান: মাহাদী হাসান, পঞ্চম শ্রেণী, পিটিআই সংলগ্ন পরিক্ষণ বিদ্যালয়, যশোর
প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে (মাধ্যমিক):
- প্রথম স্থান: রাইয়ান সাদিক, নবম শ্রেণী, জিলা স্কুল, যশোর
- দ্বিতীয় স্থান: তাহেরা রহমান, নবম শ্রেণী, সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর
- তৃতীয় স্থান: ইফফাত জামান রায়া, অষ্টম শ্রেণী, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
এছাড়াও, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার হিসেবে বিশ্ব মানচিত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দ ও বিজয়ীদের সঙ্গে এক সংক্ষিপ্ত ফটোসেশন অনুষ্ঠিত হয়।




