জমকালো আয়োজনে দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের হোটেল অরিয়নে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো: আজহারুল ইসলাম। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি পত্রিকার দীর্ঘ পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পত্রিকাটির সম্পাদক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম তাঁর বক্তব্যে পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতি চারণ করেন। তিনি লোকসমাজের দীর্ঘ পথচলার নানা কষ্ট ও সংগ্রামের কথা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

আলোচনা সভার পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জ্ঞাপনকারী সংগঠনসমূহ প্রেসক্লাব যশোর,সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে। যশোর সাংবাদিক ইউনিয়ন,সভাপতি সাজেদ রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের নেতৃত্বে। সাংবাদিক ইউনিয়ন যশোর: আকরামুজ্জামান ও এসএম ফরহাদের নেতৃত্বে।যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের নেতৃত্বে। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনের নেতৃত্বে। এছাড়াও, গ্রামের কাগজ, কল্যান, স্পন্দন, সমাজের কথা, সূবর্ণভুমি, বাংলার ভোর ও অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজের পক্ষথেকে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলের শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে অংশ নেন।

এই আয়োজনের মাধ্যমে দৈনিক লোকসমাজ তার গৌরবময় ৩০ বছরের পথচলাকে স্মরণ করে এবং ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।