ট্রাকচাপায় নিহত ইজিবাইক চালক ইমামুলের ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে ট্রাকচাপায় নিহত ইজিবাইক চালক ইমামুলের হত্যার ন্যায়বিচার, ঘাতক ট্রাকচালক ও মালিকের দ্রুত গ্রেফতার এবং নিহতের পরিবারের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২৬ অক্টোবর শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের ইজিবাইক চালক ইমামুল তার গাড়ির চাকা মেরামত করছিলেন। সে সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ও ইজিবাইককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইমামুলের মর্মান্তিক মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গরীবপুর এলাকায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করতে সক্ষম হলেও, প্রভাবশালী ট্রাক মালিক চৌগাছার আতিকুর রহমান লেন্টু সেটি ছাড়িয়ে নিয়ে যান। নিহত ইমামুলের পরিবার ক্ষতিপূরণ দাবি করলে ট্রাক মালিক লেন্টু অমানবিকভাবে মন্তব্য করেন, “রাস্তায় গাড়ি চললে এরকম দুই, একটা মানুষ মরবেই।” এই নির্মম ও উদ্ধত মন্তব্যে ডিহি ইউনিয়নসহ আশপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মালিকের এমন ঘৃণ্য ও নির্দয় মনোভাব সমাজে অমানবিকতার পরিচায়ক। তারা অবিলম্বে ঘাতক ট্রাকচালক ও মালিকের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা জানান, নিহত ইমামুল জন্মের পর থেকেই পিতৃহীন ছিলেন। তিনি তার গর্ভবতী স্ত্রীকে রেখে গেছেন। তাই প্রশাসনের কাছে তাদের জোর আহ্বান, নিহত ইমামুলের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হোক।

মানববন্ধনে নিহতের ভাই নাজমুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক ফাইম আল ফাত্তাহ, স্থানীয় জিহাদ হোসেন, সোহান, ফিরোজ হোসেন, বাবুল হোসেন, সবুজ হোসেন, এরশাদ আলী, রহিম হোসেন, আরিফ হোসেন ও আজিজুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।