যশোর সীমান্তে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ: আটক এক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের সদর উপজেলায় ১৭৩ দশমিক ৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম বাসার শেখ। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে।

জানা গেছে, আটকের সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাসার শেখ স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে এই স্বর্ণের বার সংগ্রহ করেন। তার উদ্দেশ্য ছিল যশোর হয়ে স্বর্ণটি ভারতে পাচার করা।

অধিনায়ক আরও জানান, এ ঘটনার সঙ্গে অন্য কোনো চক্র বা ব্যক্তি জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।